কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

‘কোরআনের বিধানেই পারে দেশে শান্তি প্রতিষ্ঠায় ভুমিকা রাখাতে’

কোরআন-সুন্নাহর বিধান সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সমাজে যত অন্যায় অপকর্ম চলে আসছে তা কেবল শান্তি কোরআনের আইন না মানার কারণে। কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে। গত শুক্রবার দেবিদ্বার হাজী আবিদ আলী হিলফুল ফযুল আদর্শ মাঠ সংলগ্নে এক তাফসীরুল কোরআলন মাহফিলে প্রধান বক্তর বক্তব্যে এসব কথা বলেন আল্লামা মোল্লা নাজিম উদ্দিন।

মোহনা আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বারের এর সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

মো. জসিম উদ্দিনের পরিচালনায় মোল্লা নাজিম আরও বলেন, কেয়ামতের ময়দানে হত দরিদ্র লোকগুলো আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ দারিদ্রতার কারণে সময়মত তোমাকে ডাকতে পারি নাই, কর্মে ব্যস্ততায় ছিলাম। আল্লাহ তখন বলবে, তোমরা কত দরিদ্র ছিলে ? অবশ্যই আমার ঈসা (আ.) এর চেয়ে বেশি দরিদ্র তোমরা ছিলে না। আমার ঈসা (আ.) এতো দরিদ্র হওয়ার পরও আমাকে এক সেকেন্ডের জন্য ভূলে যায়নি।

কেয়ামতের ময়দানে ধনী লোকেরাও বলবে, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এতো ধন সম্পদ দিয়েছো যার হিসেব নিকেষ নিতে গিয়ে তোমাকে ডাকার সময় পাইনি। আল্লাহ তখন বলবে পৃথিবীতে সবচেয় ধনী ছিলেন হযরত সোলায়মান (আ.) তাঁর এত ধন সম্পাদ থাকার পরও তো তিনি এক মিনিটের জন্যও আমাকে ভ‚লেনি যাননি।

রাসেল ব্রিকসের মালিক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম শামীম, ছাত্রলীগের উপজেলা আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল। মাহফিলের সার্বিক তত্ত¡বধানে ছিলেন, মো. খোরশেদ আলম মাস্টার ।

আরও পড়ুন