কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের ইষ্টগ্রাম এলাকায় সজিব ব্রিকফিল্ডে বিদ্যুস্পৃষ্ট হয়ে আলী আমজাদ (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত আলী আমজাদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল শাহজাহানপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে সজিব ব্রিকফিল্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার নতুন কুমিল্লাকে জানান, সজিব ব্রিকফিল্ডের শ্রমিক আলী আমজাদ ওই ইটভাটায় সকালে মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে ওসি মো. জহিরুল আনোয়ার জানান।