কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে সম্পত্তি বিরোধের জেরে সংঘর্ষে; অগ্নি সংযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধের জের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে হানগড়া গ্রামে চকিদার বাড়ীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, হানগড়া গ্রামের মৃত.আব্দুর ছাত্তারের ছেলে আব্দুল কাদের বলু মিয়া, তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫), তার মেয়ের শাশুড়ি আনোয়ারা বেগম(৫৫), ছেলে নাজমুল হোসেন(১৩) ও তার মেয়ে লিপি আক্তার (২৫)।

আহত আব্দুল কাদের বলু বলেন, গত দু’বছর ধরে জমি নিয়ে সাথে তার ভাই আব্দুল মালেকের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। গতকাল মঙ্গলবার মামলার রায় পায় আব্দুল কাদের বলু মিয়া। পরে সে ওই জায়গা দখল করতে গেলে এতেই ক্ষিপ্ত হয়ে তার ভাই আব্দুল মালেক, আব্দুল গফুরের ছেলে দুলাল মিয়া, রহিম বক্সের ছেলে খোরশেদ আলম, রঙ্গু মিয়ার ছেলে জহির ভূঁইয়াসহ ১০-১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাড়ী ঘরে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে। এসময় একটি খড়ের চিনে আগুন দেয় তারা।

এতে বাঁধা দিতে আসলে তাদের পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আব্দুল মালেকের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন