বুড়িচং উপজেলার জরুইন গাউছিয়া হাফিজিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ আহম্মদ অহেদ ভুইয়ার প্রকাশ অধন ফকীরের বড় ছেলে ও হরিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং জরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জরুইন বিদ্যানিকতনের সভাপতি মোঃ আবদুল জলিল ভুইয়া (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার (২৩ জানুয়ারি) ভোর ৫টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। মৃত্যুকালে ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৪টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যু গভীর শোক প্রকাশ করেন বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ মোঃ শাহ আলম, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, একাত্তর টেলিভিশনের সিনিয়র রির্পোটার মনির মিল্লাত, জরুইন ফোকানীয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ও জরুইন কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ মান্নান মেম্বার, মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান, বুড়িচং এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ সুজন।