কুমিল্লায় গলায় ফাঁস দিয়ে তানিয়া আক্তার (২২) নামে নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগরীর ছোটরার হক মঞ্জিলে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া ছোটরা হক মঞ্জিলের ভাড়াটিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটির এলাকার বাসিন্দা। তানিয়া নগরীর পুলিশ লাইনের একটি প্যাথলজিতে চাকুরি করতেন।
স্থানীয়রা জানায়, তার স্বামী আজহারুল ইসলাম একজন সৌদি প্রবাসী। আত্মহত্যার পূর্বে তার স্বামীর সাথে তার মোবাইলে কথা কাটাকাটি হয়। যার কিছুক্ষন পরে তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তানিয়ার মা মরিয়ম বলেন, মোবাইলের পরিচয়ে ৮ বছর আগে তানিয়ার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই তানিয়া ও তার স্বামীর মধ্যে প্রায় সময় কথা কাটাকাটি হত।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর বলেন, তানিয়ার মৃত্যুর সঠিক কোন তথ্য পাওয়া যায় নি। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।