সরকারি ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি রোধে সরাসরি ক্রয় পদ্ধতির বদলে উন্মুক্ত দরপত্র আহবান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি ক্রয়ে দুর্নীতি রোধে সরকারের পরিকল্পনার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি সরকারি ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি কিভাবে রোধ করা যায়। আজকের বৈঠকে সে বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখন থেকে দুর্নীতি রোধে সরাসরি ক্রয় পদ্বতি বদলে উন্মুক্ত দরপত্র আহবান করা হবে।
মুস্তফা কামাল বলেন, আজকে অর্থনীতি বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব এসেছেলো। কিন্তু প্রস্তাবটির অনুমোদন দেয়া হয়নি।
তিনি বলেন, পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পগুলো একনেকে অনুমোদনের সময় বাস্তবায়নের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি অবলম্বন করার শর্ত ছিলো। তারপর বাস্তবায়নকারি প্রতিষ্ঠান যদি মনে করে কাজটা যদি উন্মুক্ত দরপত্রে মাধ্যমে করা হয় তাহলে দেরি হবে। কারণ মটর আছে, পাম্পসহ বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে এগুলো আলাদা আলাদা করা হলে এখানে ইন্ট্রিগেশনের অভাব থাকবে। একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজটি সম্পূর্ণ হবে না। এতে করে আমাদের সময় বেশি লাগতে পারে।