কুমিল্লার লাকসাম থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক লাকসাম’ এর সম্পাদক ও প্রকাশক ভাষা সৈনিক আব্দুল জলিল (৮৩) বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে লাকসাম মমতাময়ী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। পৌরশহরের উত্তর বাজার জামে মসজিদে বাদ মাগরিব প্রথম জানাযা ও উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা নিজ গ্রামে বাদ এশা দ্বিতীয় জানাযার পর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি রবিবার ভাষা সৈনিক আব্দুল জলিল তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক তাকে লাকসাম মমতাময়ী হসপিটালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালে স্থানান্তর করেন। অবস্থার অবনতি দেখে পরদিন সোমবার পুনরায় তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি লাকসাম মমতাময়ী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামে জন্মগ্রহণ করেন ভাষা সৈনিক আবদুল জলিল। দীর্ঘদিন ধরে তিনি লাকসাম পৌরশহরের উত্তরবাজার এলাকায় বসবাস করেন। ৫২’র ভাষা আন্দোলনের সময় তিনি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার তাগিদে যোগদান করেছিলেন ভাষা আন্দোলনে। ৭১ সালের মুক্তিযুদ্ধেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল।
বিভিন্ন সময় কুমিল্লা জেলা প্রশাসন, বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ট্র্যাব), বাসস, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ভাষা সৈনিক আবদুল জলিলকে সম্মাননা স্মারক প্রদান করেন। তার লেখা নাটক ‘খুনে লাল বাংলা’ প্রকাশিত হয়েছে। তিনি বৃহত্তর লাকসাম ও কুমিল্লা সংক্ষিপ্ত অধ্যায়সহ জনপদ কথামালা, বৃহত্তর কুমিল্লা জেলার সাংবাদিকতার উদ্ভব ও বিকাশের ইতিহাস, ওগো বঙ্গবন্ধু, সাগর তীরে কেওড়াবনে, পীর মুর্শিদের বাংলাদেশসহ বেশ কয়েকটি বই লিখেছেন।
সত্তরের দশকে তিনি উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিশু সংগঠন কচিকাঁচার মেলা, খেলাঘর ও সুজন মজলিশের আঞ্চলিক সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন। ১৯৫৮ সালে তাঁর প্রতিষ্ঠিত ‘লাকসাম লেখক সংঘ’র মাধ্যমে তিনি সৃজনশীল লেখক, সাহিত্যিক ও সাংবাদিক তৈরির প্রচেষ্টায় সফল হয়েছেন।
এদিকে প্রবীন সাংবাদিক ও ভাষা সৈনিক আব্দুল জলিলের মৃত্যুতে কুমিল্লার পাঠক প্রিয় নিউজ পোর্টাল ‘নতুন কুমিল্লা’র সম্পাদকসহ পরিবারের সকলের পক্ষ থেকে গভীর প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।