কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামের পাঁচরা জনকল্যাণ সংস্থা’র ১০ বছর পূর্তিতে কৃতিদের সংবর্ধনা

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা জনকল্যাণ সংস্থা’র ১০ বছর পূর্তিতে পিএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান।

চৌদ্দগ্রাম এইচ জে মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সামছুল হক বিএসসির সভাপতিত্বে, সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ সুমন ও সাধারন সম্পাদক কামরুল হাসান মুরাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রেজা, পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম, চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইদ্রিস মিয়াজী, এডভোকেট শহিদুল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক ক্বারী সামছুল হক, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মাহবুব হোসেন, কবির হোসেন, আলমগীর হোসেন, মোঃ অপু, পাঁচরা জনকল্যান সংস্থা’র সদস্য শহিদ উল্লাহ, শাহাদাত হোসেন, ফরিদ, লোকমান হোসেন, আলমগীর, সাগর, খোকন, আমিন, মীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পাঁচরা জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে গরীব-অসহায় মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। প্রবাসী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের অনুদান নিয়ে সঠিকভাবে জনকল্যানমুলক কাজ করায় অতিথিবৃন্দ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন