কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অধিনায়ক সরফরাজকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার আন্দেলো ফেহলুখায়োকে ‘কালো’ বলে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। যদিও কথাটি তিনি বলেছিলেন উর্দুতে। কিন্তু স্ট্যাম্প মাইক্রোফোনে সেটি ধরা পড়ায় ভীষণ সমালোচিত হচ্ছেন পাকিস্তানি অধিনায়ক।

বর্ণবাদী আচরণের জন্য সবাই সরফরাজকে দোষারূপ করছেন। পরে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। তারপরও হয়তো পার পাবেন না, আইসিসি ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

ব্যাপারটা আইসিসির হাতে ছেড়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। তবে তাদের দলের পক্ষ থেকে সরফরাজকে ক্ষমা করা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডু প্লেসিস।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রোটিয়া অধিনায়ক সরফরাজের ওই ঘটনা নিয়ে বলেন, ‘আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। কারণ তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষমা চেয়েছেন এবং এই ঘটনার দায়ও স্বীকার করেছেন। তবে এটা এখন আমাদের হাতে নেই। আইসিসি বিষয়টা দেখছে।’

বিশ্বের অনেক জায়গায়ই বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিষয়গুলো খুব বড় করে দেখা হয়। কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গদের জন্য দলে আলাদা কোটাও আছে প্রোটিয়াদের।

ডু প্লেসিস মনে করিয়ে দিলেন, তাদের দেশে বর্ণবাদী কোনো মন্তব্য করার আগে বিশেষ সতর্কতাই রাখতে হয় সবার। প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘যখন আপনি দক্ষিণ আফ্রিকায় আসবেন, বর্ণবাদী যে কোনো মন্তব্যের জন্য খুব সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত, তিনি (সরফরাজ) এটা বলতে চাননি। তবে দল হিসেবে আমরা এই বিষয়টিকে হালকাভাবে নেই না। কিন্তু যেহেতু তিনি সরাসরি ক্ষমা চেয়েছেন, বলা যায় তার পক্ষ থেকে অনুশোচনা হয়ে গেছে।’

আরও পড়ুন