কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৯ম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিকেল সোসাইটি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে কুবিতে ৯ম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ার (শুক্রবার) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

জানা যায় এ অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি ও রসায়ন অলিম্পিয়াড ২০১৮ এর কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক ড. এ. কে. এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদাৎ হোসেন ও রসায়ন অলিম্পিয়াড ২০১৮ এর সদস্য সচিব মোঃ রবিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, ‘রসায়ন অলিম্পিয়াড দেশে মৌলিক বিজ্ঞান শিক্ষার দিগন্তকে আরও প্রসারিত করবে। বিজ্ঞানের প্রতি ভীতি দূর করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জ্ঞান অর্জনে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের শিক্ষার্থী আজমাইন তৌশিক ওয়াসি।

উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলে জয়ী ২০জন শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উক্ত পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন