অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, মানুষকে নামাজে অকৃষ্ট করতে হবে। নিজে নামাজ পড়তে হবে এবং অন্যদের নামাজের প্রতি আহ্বান করতে হবে। ঘুষ দেওয়াও যাবেনা নেওয়াও যাবেনা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।
শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে এক সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী মোস্তফা কামাল বলেন, দেশকে এ দু’টি অপরাধ থেকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি।
বাবা-মার প্রতি হক আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা করলে সারা পৃথিবী বেহেশতে পরিণত হবে। মারামারি করা যাবে না।