কুমিল্লার মনোহরগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে বাচ্চু মিয়া (৫৫) নামে এক কৃষকে হত্যা করা হয়েছে। উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রাম থেকে শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন ভূইয়া নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীদের বরাত দিয়ে ওসি মেজবা উদ্দিন ভূইয়া জানায়, শনিবার সকাল ১০ টার দিকে ডোবা থেকে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে বাচ্চু মিয়ার সাথে প্রতিবেশী মমিনুল্লাহর বাকবিতন্ডা ও দস্তাদস্তি হয়। একপর্যায়ে মমিনুল্লাহ লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে বাচ্চু মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় বলে তিনি জানান।