ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মাজহারুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আলাউদ্দিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার মিলানায়তনে নির্বাচনের মধ্য দিয়ে এ কমিটির গঠন করা হয়। নতুন কমিটি আগামি ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক ইদ্রিস তালুকদার (ঢাকা বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ তানবির আহমেদ সাকিব (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), প্রচার সম্পাদক ফয়সাল ভিক্টোরিয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রমুখ। আগামি ১০ দিনের মধ্যে পুর্ণাঙ কমিটি করা হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, অনুষ্ঠান সঞ্চালন করেন মো আবু হানিফ।