কুমিল্লা
মঙ্গলবার,৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ আশ্বিন, ১৪৩০ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আটক তিন

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জানুয়ারি) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ম্যগজিন যুক্ত পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি রামদা জব্দ করে।

আটকরা হলো, কুমিল্লার দেবিদ্বার থানার চুলাশ গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩২), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮) ও কুমিল্লা সদর দক্ষিণ থানার উলুইন গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে জানান, রবিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৫/৬ জন অস্ত্রসস্ত্র নিয়ে সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়িয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ঘটনাস্থল থেকে আলমগীর, মোহাম্মদ আলী ও রফিক মিয়াকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি ম্যগজিন যুক্ত সিলভার কালার পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

এ ঘটনায় রবিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় তিনজনের বিরুদ্ধে অস্ত্রনিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে পরিদর্শক ত্রিনাথ সাহা জানান।

আরও পড়ুন