কুমিল্লা সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া প্রায় সাড়ে ২৫ কোটির বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) কুমিল্লা কোটবাড়িস্থ বিজিবি-১০ ব্যাটালিয়নে গণসচেতনা মূলক এক অনুষ্ঠানের আয়োজন করে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা-১০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফাকরুসহ অন্যান্যরা।
ধ্বংসকৃত মাদকগুলোর মধ্যে ৪০ হাজার ৯০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ফেন্সিডিল লুজ ২ লিটার, ৩৫ হাজার ২৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ হাজার ৫৩৯ কেজি গাঁজা, ১৬ হাজার ৪৩০ বোতল ভারতীয় হুইস্কি, ১ হাজার ৬১৬ বোতল বিয়ার, বাংলামদ, ১ লাখ ৭৯ হাজার ০৭৯পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট, ৬ হাজার ২৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩ হাজার ৬৭৩ বোতল ভারতীয় অবৈধ সিরাপ, বিভিন্ন প্রকার ৮১ লাখ ১৮ হাজার ৮টি ভারতীয় অবৈধ ট্যাবলেট, ২৪.৫ লিটার বাংলা মদ, ৩৩৪ বোতল বাংলাদেশী টাইগার রয়েছে।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের বর্তমান অনুমানিক বাজার মূল্য ২৫ কোটি ৩২ লাখ ৬৯হাজার ১৬০ টাকা।