দৈনিক খবর পত্রের চৌদ্দগ্রাম প্রতিনিধি ও সাপ্তাহিক চৌদ্দগ্রামের পত্রিকার স্টাফ রিপোর্টার এমএ আলমের মামা অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ও মুক্তিযুদ্ধা হাজী আব্দুস সত্তার ভূঁইয়া ইন্তেকাল করেছেন। তিনি রবিবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি পশ্চিম পাড়া (ভূঁইয়া বাড়ি) গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামীকাল সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় নিজ গ্রামে নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার থেকে সূত্র জানিয়েছেন।
মরহুম আব্দুস সত্তার ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী, সহকর্মী ও দেশ-বিদেশের শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন মরহুমের ভাগিনা সাংবাদিক এমএ আলম।