কুমিল্লা সদর আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আমাকে সব সময় প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজনীতি করতে হয়েছে। সকল চক্রান্তকে উপেক্ষা করে ২০০৮ সালে আমার প্রিয় নেত্রী, জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন না দিলে আজকে কুমিল্লার বাহারের এই সংবর্ধনায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ ছিল না। সকল চক্রান্ত-ষড়যন্ত্র উপক্ষো করে আমাকে মনোনয়ন দেয়ায় আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি আমার প্রিয় নেত্রীকে। তাঁকে কৃতজ্ঞতা জানাই।
রবিবার (২৭ জানুয়ারি) বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনা পর্ষদ আয়োজিত বিশাল নাগরিক সংর্বধনার অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, এক সময় আমি দল থেকে বহিস্কৃত বাহার ছিলাম, চক্রান্ত করতে করতে আমাকে দল থেকে বহিস্কার করে দেয়া হয়েছে। বহিস্কৃত বাহারকে আমাদের দলের নেত্রী মনোনয়ন দেয়ার কারণেই কুমিল্লার মানুষ হিসেবে, কুমিল্লার মানুষের প্রতিনিধি হিসেবে আজ দাঁড়িয়ে বলতে সাহস পাই- ‘কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ’।
তিনি বলেন, আগামী দিনের কুমিল্লায় আমরা জঙ্গি মুক্ত, ইভটিজিং মুক্ত কুমিল্লা গড়ে তুলবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। আমরা অনেক আগেই ইভটিজিং বন্ধ করে দিয়েছি। আমরা পারিবারিকভাবে ইভটিজিং বন্ধে কাজ করছি। তাঁর সংগঠন আছে। কিছুদিন আগেও ইভটিজিংয়ের জন্য একজন স্কুল শিক্ষককে গ্রেপ্তার করিয়েছি। মেয়েকে যৌন হয়রানী করেছে তাকে ছাড়ার কোন সুযোগ নেই। আমি কুমিল্লাকে মাদকমুক্ত করতে চাই। জাতির জনক কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ছিল মাদকমুক্ত বাংলাদেশ- আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও নাগরিক সংবর্ধনা পর্ষদের আহবায়ক প্রফেসর রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি বেগম মেহেরুন্নেছা বাহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন ছিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক সংবর্ধনা পর্ষদের যুগ্ম আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
মঞ্চে উপবিষ্ট ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক সংবর্ধনা পর্ষদের সদস্য সচিব ও কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
কুমিল্লার মানুষকে গর্বিত করার জন্য নানা উদ্যোগ ও প্রচেষ্টার কথা উল্লেখ করে এমপি বাহার বলেন, আপনাদের সন্তান, ১৯৮৪ সালের সেই ছোট্ট বাহার, আপনাদের সহায়তায় আজ এই জায়গায়, বার বার আপনারা সহায়তা করেছেন, আপনাদের অনেক সহায়তা পেয়েছি। গত নির্বাচনে আপনারা দু’মাস ধরে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সাধারণ মানুষ কাজ করেছে।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে এমপি বাহার বলেন, আসুন সবাই মিলে দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা কায়েম করি। কুমিল্লা থেকে আমরা শুরু করি। আসুন আমরা প্রত্যেক অফিসে লিখে দেই আমাদের অফিস দুর্নীতি মুক্ত। এখানে ঘুষের কোন ব্যবস্থা নেই। বাংলাদেশ অবশ্যই দুর্নীতি মুক্ত হবে।