কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১০জন আহত হয়েছেন। সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাউকসার বাজার সংলগ্ন এলাকায় দোয়েল সুপার পরিবহনের একটি বাস বাস্তার পাশে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে বাতেরস্বর গামী দোয়েল সুপার পরিবহনের যাত্রীবাহী বাসটি উপজেলার ভাউকসার পশ্চিম বাজার টার্নিংয়ে পৌছেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে জেলার বিভিন্ন পাসপাতালে ভর্তি করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।