কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্ণাঢ্য র‍্যালী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে র‍্যালীতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আবু তাহের।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ফয়জুল ইসলাম ফিরোজ, হাসান বিদ্যুুৎ, ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি শাহাদাত সৌরভ এবং সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত,বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ক্যাম্পাস গেইটে উপস্থিত হতে থাকে। মিছিল শুরু হওয়ার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগানে মুখরিত করে রাখে ক্যাম্পাস।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ৪ জানুয়ারী হওয়ার কথা থাকলেও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শোভাযাত্রার সময়টি পিছিয়ে দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

আরও পড়ুন