কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে না ২০২০ বিশ্বকাপ

২০০৭ বিশ্বকাপে বিশাল ঝামেলা পাকিয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। নিজ নিজ গ্রুপে ভারত ও পাকিস্তানকে টপকে দ্বিতীয় পর্বে চলে গিয়েছিল তারা। ফলে নিশ্চিত একটি ব্লকবাস্টার ম্যাচ পায়নি আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো সে ম্যাচের আগে-পরে টান টান উত্তেজনা আর সে ম্যাচকে পুঁজি করে ব্যবসা করে নেওয়া। ২০১১ সালের পর থেকেই আইসিসিকে হতাশ করেনি ভারত ও পাকিস্তান। আইসিসির যে কোনো প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে দেখা গেছে। তবে ২০২০ সাল আইসিসিকে হতাশ করতে পারে!

অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের সূচি মাত্র মিলতে শুরু করেছে। সে সূচিতেই দেখা গেছে, ২০১১ বিশ্বকাপের পর এই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ দেখার নিশ্চয়তা দিচ্ছে না আইসিসি। ২০০৭ এর পর ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। এবং দর্শক ও আইসিসিকে হতাশ করে দুই দল মুখোমুখি হতে পারেনি প্রতিযোগিতার পরের পর্যায়ে।

আরও পড়ুন>>> এক নজরে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি

২০১১ বিশ্বকাপেও ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। দুই দল গ্রুপ পর্ব পার হয়ে ঠিকই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। কিন্তু এর পর আইসিসির সকল প্রতিযোগিতাতেই বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে এ দুই দেশ। ২০১৯ বিশ্বকাপে তো কোনো গ্রুপই নেই, ফলে এ দুই দলের দেখা হওয়া নিশ্চিত।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সে সুযোগ নেই। কারণ, বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল পাকিস্তান, এরপরই আছে ভারত। ফলে দুই দলকে একই গ্রুপে ফেলার সুযোগ নেই। ফলে গ্রুপ পর্বে যদি যে কোনো এক দল বাদ যায় তবে ১০ বছর পর আবারও ভারত-পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচের টিকিট বিক্রি থেকে বঞ্চিত হবে আইসিসি।

আরও পড়ুন