২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার ১২ খেলতে হলে বাংলাদেশকে পার হতে হবে প্রাথমিক পর্ব। সেরা ১২তে থাকার প্রতিযোগিতায় নামবে বলে বাংলাদেশের বিশ্বকাপটাও শুরু হবে একটু আগে। ২৪ অক্টোবর শুরু হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২। আর বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ১৯ অক্টোবর।
আরও পড়ুন>>> ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে না ২০২০ বিশ্বকাপ
প্রাথমিক পর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বাছাইপর্ব পার হয়ে আসা তিন দলের সঙ্গে খেলে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ‘এ’ গ্রুপে একই কাজ করতে হবে শ্রীলঙ্কাকে। প্রাথমিক পর্বে বাংলাদেশের সব ম্যাচই হবে তাসমানিয়ার বেলেরিভ ওভালে। প্রাথমিক পর্ব সফলভাবে পেরিয়ে এলে সুপার ১২তে দ্বিতীয় গ্রুপে খেলার কথা বাংলাদেশের।
প্রাথমিক পর্বে বাংলাদেশের সূচি :
১৯ অক্টোবর—বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২১ অক্টোবর—বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি২
২৩ অক্টোবর—বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৪