প্রথমবারের মতো দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নে অনুষ্টিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষেদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল,ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল প্যানেলকে পুনরায় দলীয় মনোনয়ন পাচ্ছেন। আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গঠিত উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড কেন্দ্রে পাঠানোর জন্য তাদেরকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করেছেন। সোমবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, গত ২৬ জানুয়ারী শনিবার আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন গ্রহণ করা হয়। সভায় দলীয় মনোনয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রার্থী তালিকা চুড়ান্ত করতে ১৮ সদস্যর মনোনয়ন বোর্ড গঠন করা হয়।
গতকাল সোমবার সকালে কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এর নেতৃত্বে মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে বিকালে প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের এ প্রার্থী তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সুপারিশ সহ চুড়ান্ত মনোনয়নের জন্য এ প্রার্থী তালিকা শ্রীঘ্রই কেন্দ্রে পাঠানো হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড উপজেলা আওয়ামী লীগের পাঠানো তালিকা থেকে চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে ১৯ মে কুমিল্লা আদর্শ সদর উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে এমপি বাহার ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে অধ্যক্ষ আবদুর রউফ,ভাইস-চেয়ারম্যান পদে এড মো. আমিনুল ইসলাম টুটুল ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এড.হোসনেয়ারা বেগম বকুল বিপুল ভোটে নির্বাচিত হন। ২০১৫ সালের ৭ ফেব্রয়ারী আকস্মিকভাবে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ এর মৃত্যুতে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। উপজেলা পরিষদের আইন অনুসারে প্যানেল চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন।
২০১৭ সালের ৬ মার্চ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম টুটুল বিপুল ভোটের ব্যাবধানে বিএনপি প্রার্থী রেজাউল কাইয়ুমকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন । ওই নর্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছিন ১৯ হাজার ৩৫৩ ভোট।
এতে ভাইস-চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে এ পদে তফসিল ঘোষনা হলে ২০১৭ সালের ১৬ এপ্রিল আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় প্রার্থী হিসাবে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও বর্তমানে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল মনোনয়ন পত্র দাখিল করেন। ২৫ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন।
শহরতলীর দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের ধর্মপুর ও দৌলতপুর এলাকার কৃতি সন্তান এড.মো.আমিনুল ইসলাম টুটুল ও তারিকুর রহমান জুয়েল এ সাবেক দুই ছাত্রনেতা জুটি সুনামের সঙ্গে আদর্শ সদর উপজেলা পরিষদ পরিচালনা করে আসছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এড.হোসনেয়ারা বেগম বকুল। সোমবার সন্ধ্যায় এমপি বাহারের বিশ্বস্থ টুটুল-জুয়েল- বকুল পরিষদ পুনরায় মনোনয়ন পাওয়ার বিষয়টি জানাজানি হলে নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।