কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মাছ ধরাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ইউপির কান্দি গ্রামে প্রতিপক্ষের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ঘরের আলমিরায় থাকা নগদ টাকা, স্বর্নালংকার লুট ও খড়ের গাদায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাথের পেটুয়া ইউপির কান্দি গ্রামের মৃত. চান মিয়ার ছেলে মোঃ বাহার উদ্দিন ও তার চাচাতো ভাই আবুল খায়েরের যৌথ মালিকানায় একটি পুকুর রয়েছে। ওইদিন ওই পুকুরে বাহের মিয়া মাছ ধরলে চাচাতো ভাই আবুল খায়েরের বড় মেয়ে কামরুন্নাহার মাছ ভাগবাটোয়ারা নিয়ে চাচাতো বোনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এ ঘটনার জের ধরে ওইদিন তিন দফায় তাদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাহার উদ্দিন, স্ত্রী লাকি আক্তার, মেয়ে ববি আক্তার ও ছেলে নাজিম উদ্দিন সহ ৪জন আহত হয়। তারা চিকিৎসার জন্য লাকসাম সরকারি হসপিটালে আসলে এ সুযোগে আবুল খায়েরের নেতৃত্বে বাহার উদ্দিনের ঘরে হামলা করে নগদ ৫০হাজার টাকা ও ৪ভরি গহনা নিয়ে যায়। এসময় তারা বাড়ির পাশে থাকা খড়ের গাদায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে নতুন কুমিল্লাকে বলেন, ওইদিন যে ঘটনা ঘটেছে আমি সামাজিক ভাবে শালিস বৈঠকে বসতে চেয়েছি। কিন্তু আবুল খায়ের আমার কোন কথা না শুনে উল্টো বাহার উদ্দিনের নামে থানায় একটি মামলা দায়ের করে।

ওয়ার্ড মেম্বার কামাল হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং ঘটনার সত্যতা পেয়ে আমার চেয়ারম্যানকে জানাই।

স্থানীয় চেয়ারম্যান মাষ্টার মোঃ রুহুল আমিন নতুন কুমিল্লাকে বলেন, আমার স্থানীয় মেম্বারের কাছ থেকে ঘটনার সংবাদ পেয়েছি। কিন্তু কেউ এখনো কোন অভিযোগ নিয়ে আসেনি। তারপরও বিষয়টা দেখছি। সংবাদ পেয়ে নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির এস.আই জুলফিকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন