কুমিল্লায় গোমতী নদী থেকে এক অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দাউদকান্দি পৌরসদর এলাকার গোমতী নদীর পাড় বরফকলের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (৩০ জানুয়ারি) সকালে দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি পৌরসদর এলাকার গোমতী নদীর পাড় বরফকলের পাশ অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে এসআই মোয়াজ্জেম হোসেন জানান।