কুমিল্লার চান্দিনায় সড়কের উপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলা গেইট থেকে পালকি সিনেমা হল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে সড়ক ও ফুটপাত থেকে সকল প্রকার স্থাপনা ব্যবসায়ীক মালামাল উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত থেকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাঈমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় চান্দিনা পৌরসভা ও থানা পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।