কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ডের হিরাপুরস্থ কুমিল্লা সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক রোটাঃ আলহাজ্ব অহিদুর রহমান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাই বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী,কুমিল্লা মহানগর ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রোটাঃ আলহাজ¦ আব্দুল কাদের মজুমদার ভুলু,মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু,সদর দক্ষিণ প্রেস ইউনিটির সভাপতি ও কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সদস্য সচিব নাসিমুল ইসলাম হেলাল।
কুমিল্লা সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এম এম জহিরুল ইসলাম চৌধুরী ও ভাইস প্রিন্সিপাল ওমর ফারুক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মোতাহের হোসেন চৌধুরী,অভিভাবক সভাপতি তাজুল ইসলাম মুন্সি, নগরীর ২২নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক শিমুল ঘোষ,যুগ্ম আহবায়ক হানিফ মিয়া দুলাল, যুবলীগ নেতা শিপন,কুমিল্লা ন্যাশনাল ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সুমন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি,সদস্য মোহাম্মদ নাদিম,তোফায়েল সহ স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকমন্ডলী।