কুমিল্লার নাঙ্গলকোটে বিভিন্ন জাতের ১৪টি মুল্যবান গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) উপজেলার ঢালুয়া ইউপির চিওয়া গ্রামের মফিজুর রহমান বিএসসির বাড়িতে এ ঘটনা ঘটে।
মফিজুর রহমান অভিযোগে বলেন, চিওড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মফিজুর রহমান বিএসসির বাড়ীর পাশে লাগানো ১৪টি বিভিন্ন জাতের ও টিনের বেড়া ভাংচুর করে একই বাড়ীর মকবুল আহম্মদ, তার ছেলে ফারুক আহম্মদ, মনির আহম্মদসহ ৮-১০ জনের একটি গ্রুফ।
হঠাৎ শুক্রবারে মকবুল গংরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে আমার টিন সেটের ভেড়া ও গাছ কর্তন করে। এতে আমরা বাধা দেই। এসময় হামলাকারীরা হুমকি দিয়ে বলেন এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়িতে থাকতে দিব না।
এ ব্যাপারে অভিযুক্ত মকবুল গংদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, পুরো গ্রামবাসীকে নিয়ে বক্তব্য দিবো। এখন কোন বক্তব্য দিতে পারবো না।
নাঙ্গলকোট থানার পরর্দশক (তদন্ত) আশ্রাফুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।