কুমিল্লার সাজ্জাত হোসেন (১৬) নামে এক যুবক ট্রেনের ধাক্কা লেগে মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় সাজ্জাত বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাত কুমিল্লা মহানগরীরর ধানমন্ডি এলাকার হান্নান হোসেনের ছেলে এবং সে বদপুর হাফেজীয়া মাদ্রাসার ছাত্র।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, সাজ্জাত দুপুরে মাদ্রাসায় খাওয়া-দাওয়া করার পর মাদ্রাসার বড় হুজুরের থেকে ছুটি নিয়ে বাসায় যাওয়ার জন্য ছুটি নেয়। সে রেল লাইনের পথ দিয়ে কানে হেডফোন লাগিয়ে বাসায় যাচ্ছিল। এসম সময় আখাউড়া থেকে আগত চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা লেগে ঘটসাস্থলেই তার মৃত্যু হয়।