কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়ণরত বুড়িচং-ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের (বিবিএসএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেনকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী এস. এম. সায়েমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান রুবেল, ওবায়দুল হক রনি, মাহমুদুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ খোরশেদ আলম, রাকিব, মাহবুব সাইফুল, তানিয়া আক্তার, নজরুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন এবং রিয়াজ উদ্দীন। সাংগঠনিক সম্পাদক পদে পাপন মিয়াজি, সাফায়েত মুমিন সরকার সিফাত, মোস্তাফিজুর রহমান আমান এবং মাহবুব আলম। প্রচার সম্পাদক পদে তাবাসসুম আক্তার।দপ্তর সম্পাদক নোমান আহমেদ। অর্থ সম্পাদক মোঃ সোহাগ নির্বাচিত হন।