চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের একক প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কপি আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) কেন্দ্রিয় আওয়ামীলীগ কার্যালয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান।
উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া আক্তারের নাম রয়েছে।
এর আগে শুক্রবার চান্দিনা উপজেলা দোল্লাই নবাবপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে সকল ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানদের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করে উপজেলা আওয়ামীলীগ।