কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ের হরিপুরে কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা

“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই শ্লোগানকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটি ব্লকে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওতাধীন হরিপুর জরুইন গ্রামের জনসাধারনের জন্য হরিপুর কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করা হয়।

দুই গ্রামের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি এতিমখানা,১টি কারিগরি স্কুল, ১টি হাইস্কুল, ১টি বেসরকারী হাইস্কুল এবং ২টি কিন্ডারগার্টেন রয়েছে এবং প্রায় ৮-১০ হাজার মানুষের বসবাস। তাদের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসা হরিপুর কমিউনিটি ক্লিনিকটি। প্রতিদিন প্রায় ৫০-৬০জন রোগী সেবা নিতে আসে। তবে উক্ত ক্লিনিকটিতে রয়েছে নানাহ সমস্যা। রোগীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ক্লিনিকের ওয়ালগুলোতে ছোট বড় অনেকগুলো ফাটল রয়েছে। যে কোন সময় ধসে পড়তে পারে। একটি টিউবওয়েল থাকলে তা জন্মলগ্ন থেকে পানি উঠেনি। দুটি টয়লেট রয়েছে। তবে তা ব্যবহার করার অনুপযোগী হয়ে আছে। একজন ইপি কর্মী থাকার কথা। কিন্ত ইপি আই কর্মীর কক্ষটি সব সময় তালা থাকে।

স্থানীয়রা জানায়,ইপি আই কর্মীর পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তবে জাকির হোসেন নামের একজন কর্মী প্রতিদিন রোগীদের মাঝে ওষধ বিতরণ করে থাকে। সংস্কার ও মেরামতের অভাবে ক্লিনিকটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। রোগীরা একান্ত ঝুঁকি নিয়ে চিকিৎসা নিতে আসে। দ্রুত এই ক্লিনিকটির মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রত্মা দাস নতুন কুমিল্লাকে বলেন, জাইকার অনুদানে ১০টি ক্লিনিকের মেরামত করা হয়েছে। মেরামতের বাকি যে ক্লিনিক গুলো রয়েছে তা পর্যায়ক্রমে মেরামত করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলো যে শুধু সরকার করতে তা নয়, আমরা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সাথে আলাপ আলোচনা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।

আরও পড়ুন