কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা ‘যুব ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।
মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জয়নাল আবেদীন শিমুল, ডাঃ মোঃ সাইফুল হাসান, ইউপি মেম্বার সাহাব উদ্দিন, সংস্থার সদস্য মাওলানা রুহুল আমিন, দেলোয়ার হোসেন, মাস্টার কালাম, রাশেদ, মাঈন উদ্দিন, সোহেল, কাসেম, সোহাগ, মাসুদ বেলাল ও শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।