কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

রংপুরকে উড়িয়ে স্বপ্নের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার (৪ ফেব্রুয়ারি) বর্তমান চ্যাম্পিয়নদের ৮ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল। অবশ্য রংপুরের ফাইনালে ওঠার আশা এখনও আছে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। ওই ম্যাচে জয়ী দল শুক্রবার ফাইনালে কুমিল্লার সঙ্গী হবে।

চলতি আসরের লিগ পর্বে দুই দলের দুইবারের দেখায় একটিও জয় পায়নি কুমিল্লা। কিন্তু ফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে তারা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে কুমিল্লার সামনে ১৬৬ রানের লক্ষ্য রাখে রংপুর। লক্ষ্যটা মোটামুটি চ্যালেঞ্জিং হলেও এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে তা মামুলিই হয়ে যায় কুমিল্লার জন্য।

ক্যারিবীয়ান এই ওপেনার অপরাজিত ৭১ রান করে মূলত দলের জয় নিশ্চিত করেন। তার ৫৩ বলের ইনিংসটিতে ছিল ৩টি ছক্কা ও ৫টি চারের মার। এদিকে লুইসকে যোগ্য সঙ্গ দিয়েছেন এনামুল হক বিজয়। দুইজনের জুটিতে আসে ৯০ রান। আর এতেই ম্যাচ রংপুরের হাত ফসকে বেরিয়ে যায়।

আরও পড়ুন