বরুড়া উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাকপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মধ্যলক্ষীপুরে এ দুঘর্টনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার শাকপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সরবত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, সোমবার দুপুরে মিজানুর রহমান বরুড়া থানার পাশের একটি নারকেল গাছ থেকে ডাব কাটার সময় মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মোজাম্মেল হক তাকে মৃত ঘোষণা করেন।