কুমিল্লার চৌদ্দগ্রামে কাঠ ব্যবসায়ী আবদুল জলিল ছোট্টন (৩৫) আজ মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। এর আগে তিনি গত ২৭ জানুয়ারি স্ট্রক করার পর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের মুহুরী বাড়ির হাজী ছিদ্দিকুর রহমানের ছেলে ও ব্যবসায়ী জসিম উদ্দিন মুহুরীর ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মঙ্গলবার বাদ আছর চতুলিয়া কবরস্থান এলাকায় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।