কুমিল্লায় মহানগরীতে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ আফজাল শরীফ (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বাগিচাগাঁও নতুন চৌধুরীপাড়ার নীহারিকা নামের একটি ভবন থেকে তাকে আটক করা হয়।
আটক আফজাল নগরের তালতলা এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নতুন চৌধুরীপাড়ার ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছেন।
র্যাব-১১ কুমিল্লার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনা করে শরীফ এর বাসা থেকে ১০টি ভিওআইপি বক্স, ৪ টি ল্যাপটপ, বিভিন্ন মোবাইল কোম্পানীর ১ হাজার ৫০০টি সিমকার্ড জব্দ করা হয় বলে কমান্ডার মুহিতুল ইসলাম জানান।