কুমিল্লা মহানগরীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৪৮) নামে বাখরাবাদ গ্যাসের এক কর্মচারি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন আহত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার সংলগ্ন কচুয়া চৌমুহনীস্থ চট্রগ্রাম বিভাগীয় মৎস্য ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আজিজুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, সিটি কর্পোরেশনের কচুয়া নামকস্থানে কান্দিরপাড়গামী একটি অটোরিকশার সঙ্গে বিপরিত দিক থেকে আশা দ্রুতগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাহেব আলী নিহত । এ ঘটনায় আহত হয় আরও ৪ জন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসআই আজিজুল ইসলাম জানান।