চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা) এর উদ্যোগে ৩৭৫ হতদরিদ্র ও এতিম পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার ফুলবন হাফেজিয়া এতিমখানা ও মাদরাসা মাঠে শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোবা’র উপদেষ্টা ও ছাত্রনেতা সোহেল রানা মিঠু।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট আল মামুন রাসেল, দিনাজপুর শাখার উপদেষ্টা তোফায়েল আহমেদ, সাদেকুল আলম, আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম, রাকিব হোসেন, মাদরাসার প্রধান হাফেজ মাহবুবুর রহমান।
সংগঠনের মিডিয়া প্রধান চৌদ্দগ্রামের সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মুহাঃ জহির, সংগঠনের সদস্য রাকিবুল হাসান মিয়াজী, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত হিমন, জাহিদ হোসেন, আলোকচিত্রী সাকিব মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরআগে সকালে ১০ কিলোমিটার দূরে বাঁশেরহাট এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানে ৩৭৫ হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল ও ২০ এতিম ছাত্রকে মানসম্মত জ্যাকেট প্রদান করা হয়। এছাড়া অন্ধ এক বৃদ্ধ ও এক এতিম ছাত্রকে আর্থিক অনুদান দেয়া হয়।
শীতবস্ত্র হাতে পেয়ে প্রতিবন্ধী ছালেহা বেগমসহ অন্যরা চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ নামের সংগঠনের মাধ্যমে অনুদান প্রদানকারী প্রবাসীসহ সকলকে ধন্যবাদ জানান।