কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার (১০ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার কর হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলাসহ নানা অপরাধে ৪৯ জনকে আটক করা হয়।
কুমিল্লার ডিআইও-১ মাহবুব মোরশেদ নতুন কুমিল্লাকে জানান, মাদক আইনে আটক করা হয়েছে ৬ জনকে। তাদের কাছ থেকে ৮২৫ পিস ইয়াবা, ৪৯৫ বোতল ফেনসিডিল এবং গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য বহন ও পাচারের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মামলা হয়েছে। এছাড়া নিয়মিত মামলায় ১৩ জনসহ নানা অপরাধে বাকিদের আটক করা হয়েছে বলে তিনি জানান।