কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সরস্বতী উৎসব উদযাপন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আজ মহা আড়ম্বরে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি লক্ষ করা যায়। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় বিদ্যাদেবীর পূজারম্ভ হয়। পরবর্তীতে অঞ্জলি প্রদান এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক বিজয় কৃষ্ণ রায়, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, আহ্বায়ক কমিটি প্রধান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, উদ্ভিদবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ুই, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিহির রঞ্জন ভৌমিক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুব্রত পাল ছাড়াও পূজা উদযাপন কমিটির সকল সদস্যরা ।

পূজা মন্ডপের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ রতন কুমার সাহা বলেন, বিদ্যা দেবীর আগমন পৃথিবীতে জ্ঞানের আলোক বার্তিকা মানুষের কাছে পৌছে দেয়।

আরও পড়ুন