কুমিল্লার লাকসামে বোবা পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর সফি উল্লাহকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রাম থেকে সফি উল্লাহকে গ্রেফতার করে লাকসাম থানা পুলিশ। গ্রেফতারকৃত সফি উল্লাহ ওই গ্রামের বাসীন্দা।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে নতুন কুমিল্লাকে বলেন, বোবা পুত্রবধূর স্বামী সাদ্দাম হোসেন ১৯ মাস ধরে সৌদিআরবে রয়েছে। এই সুযোগে শ্বশুর সফি উল্লাহ তাকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছে। এতে পুত্রবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ঘটনায় রবিবার নির্যাতিত মেয়েটির মা থানায় অভিযোগ দেন। পরে পুলিশ সফি উল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় শ্বশুর জড়িত বলে ইঙ্গিত দিয়েছে পুত্রবধূ। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও ওসি মনোজ কুমার দে জানান।