কুমিল্লার চৌদ্দগ্রামে ইটের নেম ব্লক বেশি পরিমাপে দেয়ায় তিনটি ইটভাটাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার কুমিল্লা জেলা শাখা।
সোমবার (১১ ফেব্রুয়ারি) ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম।
ইটভাটাগুলো হলো; ছুপুয়া-নালঘর সড়কের পাশে অবস্থিত মেসার্স আহমেদ ব্রিকস্, মেসার্স হুমায়ন ব্রিকস্ ও বাঙ্গালমুড়িতে অবস্থিত মেসার্স কোয়ালিটি ব্রিকস্।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকারের সহকারী আসাদুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, তিনটি ইটভাটায় নেম ব্লক বেশি দেয়ায় ইটের পরিমাণে কম থাকে। এটি ভোক্তা অধিকার আইনের ৪৮ ধারায় অপরাধ। ফলে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।