কুমিল্লার চৌদ্দগ্রামে হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় দুই নারীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ দণ্ডাদেশ প্রদান করেন।
কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, জেলার চৌদ্দগ্রামে ২০০২ সালের ৭ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে খুন হন হাবিবুর রহমান মাস্টার। এ ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে ৮ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত ২০ জনের স্বাক্ষ্যগ্রহণ ও মামলার কৌশলিদের যুক্তিতর্ক শেষে ৫ আসামিকে যাবজ্জীবন সাজার আদেশ দেয় আদালত।
রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে হাসিনা বেগম ও নাজনিন আক্তার উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত অন্য ৩ জন ইকবাল মজুমদার, মোস্তাফিজুর রহমান ও শাহ আলম পলাতক রয়েছেন। মামলা চলাকালে ৩ জনের মৃত্যু হয়েছে।