১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস। এই দিবসে বিশেষ করে তরুণ-তরুনীরা মেতে উঠেন নানান রংয়ে নানান সাজে বাহারী পোষাকে। নিজের প্রিয় জনের মনমুগ্ধ করতে যথা সাধ্য চেষ্টা করে। তবে সব বয়সের পুরুষ ও মহিলার দিবসটিকে স্মৃতির পাতায় অম্লান করে রাখতে চায়। একটি গোলাপের সৌরভে মাতোয়ারা করতে চায় প্রিয়জনকে।
এই দিনটিকে কেউ পার্কে ঘুরে আবার কেউ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়ে কাটিয়ে দেয়। আবার কেউ বা নিজের ঘরে উৎসবের আয়োজন করে আনন্দ ফূর্তির মাধ্যমে উদযাপন করে। তবে এর মধ্যে কেউ কেউ এই দিবসটিকে অন্যরকম ভাবে পালন করেছে।
বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র বুড়িচং আইটি জোন কম্পিউটার সেন্টারের পরিচালক মোঃ মামুনুর রশিদ, কলেজ ছাত্র মোঃ জুয়েল খান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এনামুল হক মুন্না, মোঃ রবিউল আলম, মোঃ আবুল কালাম আজাদ, রবিউল হাসান ব্যতিক্রম ভাবে দিবসটি পালন করেছে। তারা বিভিন্ন রেলস্টেশন ও বাসস্টেশন এবং ভাসমান পথশিশুদের হাতে বিরিয়ানীর প্যাকেট তুলে দেয়। পথশিশুরা বিরিয়ানীর প্যাকেট পেয়ে আনন্দ আর আত্মহারা হয়।
আয়োজনকারী ছাত্ররা নতুন কুমিল্লাকে বলেন, ভালোবাসা দিবসের নামে বিভিন্ন ভাবে টাকা পয়সা অযথা ব্যয় না করে সুবিধা বঞ্চিত ভাসমান পথ শিশুদের মাঝে কিছু খাবার দিয়ে অথবা কোন উপকরণ দিয়ে একটু ভালোবাসা ও সহানুভুতি প্রকাশ করলে; তারাও উপলব্ধি করতে পারবে ভালোবাসা দিবসটি। অন্যরকম ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে তার ধারাবাহিকতা অব্যহত রাখবে।