কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ি নিহত

প্রতীকী ছবি

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি এলজি, ২ রাউন্ড গুলি, ৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

নিহত মঙ্গল মিয়া চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে চান্দিনাসহ জেলার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।

আহত দুই পুলিশ সদস্যরা হলেন- চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল হাসানুজ্জামান। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল নতুন কুমিল্লাকে জানান, রাত ৩টার দিকে মাদক চোরা চালানের উদ্দেশ্যে চান্দিনার তীরচর গ্রামের আলমগীর হোসেন ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি বাগানে সংঘবদ্ধ হয় মাদক ব্যবসায়িরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি চালায়।

এ সময় গুলিবিদ্ধ হয় মাদক ব্যবসায়ী মঙ্গল মিয়াসহ আহত হয় পুলিশের দুই সদস্যও। আহতাবস্থায় মঙ্গল মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান।

আরও পড়ুন