কুমিল্লায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তুহিন নামে এক বখাটেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইমদাদুল হক তালুকদার এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তুহিন জেলার সদর উপজেলার দৌলতপুর এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তুহিন ভিক্টোরিয়া কলেজের একছাত্রী দৌলতপুর দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে তুহিন তাকে দেখে অশালীন মন্তব্য করে। এক পর্যায়ে সে ওই কলেজছাত্রীর হাত ধরে টানা হেঁচড়া শুরু করে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তুহিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠান হয়।