কুমিল্লার চৌদ্দগ্রামে ১৯০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আবু বকর (২৮) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু বকর উপজেলার নোয়াপুর গ্রামের মোঃ আব্দুল মমিনের ছেলে।
সোমবার সন্ধ্যায় বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা আমানগন্ডায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আবু বকরকে আটক করে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিকেলে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী।