কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ভাতিজার চাপাতির কোপে চাচার মৃত্যু

নিহত আব্দুল মান্নান / ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় ভাতিজার চাপাতির কোপে আহত চাচা আব্দুল মান্নানের (৫৪) মৃত্যু হয়েছে। সোমবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকার মৃত শরাফত আলীর ছেলে।

নিহতের বড় বোন জমিলা খাতুন নতুন কুমিল্লাকে জানান, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাড়ির প্রবেশ পথকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আপন ভাতিজা ইয়াছিন (২৭) ক্ষিপ্ত হয়ে আব্দুল মান্নানের মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়।এতে গুরুতর আহত হলে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ৬দিন চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল নতুন কুমিল্লাকে বলেন, মারামারির বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। যেহেতু মৃত্যু হয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন