কুমিল্লার চান্দিনায় ভাতিজার চাপাতির কোপে আহত চাচা আব্দুল মান্নানের (৫৪) মৃত্যু হয়েছে। সোমবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকার মৃত শরাফত আলীর ছেলে।
নিহতের বড় বোন জমিলা খাতুন নতুন কুমিল্লাকে জানান, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাড়ির প্রবেশ পথকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আপন ভাতিজা ইয়াছিন (২৭) ক্ষিপ্ত হয়ে আব্দুল মান্নানের মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়।এতে গুরুতর আহত হলে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ৬দিন চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল নতুন কুমিল্লাকে বলেন, মারামারির বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। যেহেতু মৃত্যু হয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।