কুমিল্লা
বুধবার,২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক চোরাকারবারীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৩ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার আসামী পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন (২৮), মাদক মামলার আসামী বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হারুন (৩৫), আবদুর রউপের ছেলে মমিন (৩০), আবদুল মালেকের ছেলে ইউনুছ(৩৮), উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুরের তৈয়ব আলীর ছেলে আবু মিয়া (৩৪), ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়ার আবদুল হকের ছেলে খোকন (৩৪), জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আবুল কালামের ছেলে সোহেল মিয়া (১৮), উত্তর বেতিয়ারা গ্রামের কবিরুল ইসলামের ছেলে আলম (১৯), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মমিনের ছেলে আবু বকর ছিদ্দিক (২৭), আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ছানু মিয়ার ছেলে মমিন (৪০), বাবু মিয়ার ছেলে তারেক (১৮), বেলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮) ও ভাজনকরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহাদাত হোসেন (২৪)।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন