কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহের হোসেন নতুন কুমিল্লাকে জানান, শহিদুল ইসলামের বিরুদ্ধে দুইটি সিআর মামলায় দুই বছরের সাজা ও ৪৬ লাখ টাকা জরিমানা করেছে আদালত। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোরে থানা পুলিশের একটি টিম এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।